সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর ‘

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর, ‘নিষিদ্ধ সংগঠনের কর্মীরা সরকারি চাকরি পাবেন না’

  1. সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করে
  2. নিয়োগের ক্ষেত্রে ‘সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ ২০২৪’ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে, দলগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে, তারপরই এ বিষয়ে সিদ্ধান্তে আসা যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণলায়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে গণদাবি উঠেছে। সেই দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

এ বিষয়ে সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চায় বলে জানান মিজ হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ এর বিরুদ্ধে আন্দোলন হলেও এই সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না।

বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশগ্রহণের সুযোগেও কোনো পরিবর্তন আসছে না বলে জানান তিনি।

“তিনবার মানে তিনবারই,” বলেন রিজওয়ানা হাসান।

তিনি জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত হলেও চাকরি থেকে অবসরের সীমা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো কথা হয়নি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বুধবার রাতে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে।সরকারি কর্মচারীর চাকরির বয়স বাড়লে সরকারের বিপুল খরচ বেড়ে যাবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি কর্মচারীর বেতন-ভাতা খাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ৮২ হাজার ৯৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ১৪ লাখ সরকারি কর্মচারীর তিন বছর চাকরি বাড়ালে অন্তত ২ লাখ ৪৮ হাজার ৯৭০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে।

10 thoughts on “সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর ‘

Comments are closed.